অনলাইন ডেস্ক : ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৬-এর এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-৬-এর একজন কর্মকর্তা গণমাধ্যম কে জানিয়েছেন, র্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর পর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন। নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।