বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রানালয়ের সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের দ্রুত রোগমুক্তি কামনায় ঈশ্বরের নিকট বিশেষ প্রার্থনা করেছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শ্রী শ্রী মদন মহন সেবা সদন।
বুধবার রাকে উক্ত বিশেষ প্রার্থনায় অত্র মন্দিরের পুরোহিত গোপাল চন্দ্র বাগচীর পরিচালনায় উপস্থিত ছিলেন, শ্রী শ্রী মদন মহন সেবা সদন মন্দির কমিটির সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বেলকুচি উপজেলা শাখার সভাপতি বংশী মদন সাহা, সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, সদস্য প্রদীপ কুমার সাহা, সন্তস কুমার সাহা (শ্রী দূর্গা), রনজিত কুমার সাহা, বিশ্বনাথ রায়, বিকাশ চন্দ্র সাহাসহ আরও অনেকে।