বিনোদন ডেস্ক :লং শট। ঢালু পথ বেয়ে উঠে আসছে দুজন তরুণ-তরুণী। পরে মিড লং শটে তাদের দুজনের পা দেখা যায়। তারপর দেখা যায়- হাঁটার ছন্দে দুজনের হাত স্পর্শ করছে। এতক্ষণ কারো মুখ স্পষ্ট না হলেও এবার এ দুজন তরুণ-তরুণীর চেহারা স্পষ্ট। এরা অন্য কেউ নন। একজন সাবিলা নূর অন্যজন জোভান। তবে তারা লুকিয়ে প্রেম করে বেড়াচ্ছেন। কিন্তু বাস্তব জীবনে নয়, ‘জোনাকীর আলো’ শিরোনামের একটি নাটকের গল্পে তাদেরকে এমন লুকোচুরি প্রেম করতে দেখা যাবে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। দুর্গাপূজা উপলক্ষে কিছুদিন আগে নির্মিত হয়েছে নাটকটি। নাটকের গল্পে দেখা যাবে- সাবিলা-জোভান দুজনেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে আসে। সেখানেই তাদের পরিচয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমীর দিন রাত ৮টা ১০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।
সাবিলা-জোভানের লুকোচুরি প্রেম!

October 10, 2016