সাত খুন: রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগে আদেশ ১৫ মে

একাত্তরলাইভডস্ক :  : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের দুই মামলার বিষয়ে পলাতকদের ব্যাপারে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামী সোমবার (১৫ মে)। ওই দিন পলাতক আসামিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্যও রাষ্ট্রপক্ষকে দাখিল করতে বলা হয়েছে।

ওই দুই মামলার ডেথ রেফারেন্স আদেশের জন্য কার্যতালিকায় আসার পর বৃহস্পতিবার (১১ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

পলাতক আসামিদের মধ্যে আত্মসমর্পণ করা জামাল উদ্দিনের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আসামি জামাল উদ্দিন ১৫ এপ্রিল আপিল করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের থেকে ৯০ দিন বেশি পার হয়ে গেছে। এখন বিলম্ব মার্জনার আবেদন হাইকোর্টের ১৫ নম্বর কোর্টে বিচারাধীন। তাই আমরা আজ বলেছি জামাল উদ্দিনকে পলাতক না দেখাতে। আমি ওনার পক্ষে আইনজীবী থাকবো। এরপর আদালত আদেশের জন্য সোমবার দিন রেখেছেন।

এর আগে সাত খুন মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত হয়েছে। এ ঘটনায় হওয়া দুটি মামলায় ছয় হাজার পৃষ্ঠার পেপার বুক গত ৭ মে বিজি প্রেস থেকে হাইকোর্টে পাঠানো হয়।

গত ২২ জানুয়ারি এই ঘটনায় দুটি মামলার ডেথ রেফারেন্সের কপি হাইকোর্টে পৌঁছে। নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রায়ের কপি, জুডিশিয়াল রেকর্ড, সিডিসহ বিভিন্ন নথিপত্র সংশ্লিষ্ট নথিপত্র হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেন।

পরে ২৯ জানুয়ারি এই মামলার পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে তৈরির জন্য নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্তকৃত তিন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানাসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত ৩৫ আসামির মধ্যে ১২ জন পলাতক। গ্রেফতারকৃত ২৩ জনের মধ্যে ১৮ জনকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে ও পাঁচজন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।