সাততলা বস্তিতে আগুন, ছাই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনার সূত্রপাত। ফায়ার সার্ভিসের ১৫টি  প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা। পরে তাদের ১৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন যখন লাগে তখন বস্তির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়ে পড়েছিলেন। তবে হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বস্তির বাসিন্দারা বৈদ‌্যুতিক গোলযোগ বা রান্নার চুলা থেকে আগুন লাগার সন্দেহের কথা বললেও ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করতে পারেনি।
মহাখালীতে স্বাস্থ্য বিভাগের জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা ওই বস্তিতে প্রায় সাতশ ঘরে কয়েক হাজার মানুষের বসবাস।
এর আগে গত ৪ ডিসেম্বর সাততলা বস্তির দুই কিলোমিটারের মধ‌্যে থাকা মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডে কয়েকশ ঘর পুড়ে যায়।