কে. এম. রুবেল, ফরিদপুর: ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র আয়মন আকবর বাবলু চৌধুরীর বিরুদ্ধে কুটক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সালথা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সালথা উপউপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান ও সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া। লিখিত বক্তব্যে ফকির মিয়া জানান, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান। তার দাপটে স্থানীয় আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীরা দিশেহারা হয়ে পড়েছিল। দেলোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিভিন্ন সময় জাতীয় পাটি, বিএনপির সাথে সখ্যতা রেখে রাজনীতি করতেন। আওয়ামী লীগের সভাপতি থাকাকালীন সময়ে সে ক্ষমতার দাপট দেখিয়ে দলের নেতা-কর্মীদের নানাভাবে জুলুম-নির্যাতন চালিয়েছেন। তার এসব কর্মকান্ডের কারনে দল থেকে তাকে বহিস্কার করা হয়। দল থেকে বহিস্কারের পর দেলোয়ার হোসেন গংরা সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর পুত্র ও তার একান্ত সচিব আয়মন আকবর বাবলু চৌধুরীর বিরুদ্ধে মনগড়া মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। বাবলু চৌধুরীর চরিত্রহনন করে নানা বক্তব্য প্রদান করে। দেলোয়ার হোসেন গংদের এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, ফুলসুতি ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, সালথা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, মামুন মিয়া, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাতুব্বার সহ স্থানীয় নেতা কর্মীবৃন্দ।
পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে সালথা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এদিকে, সংবাদ সম্মেলনে মিথ্যাচার করা হয়েছে দাবী করে সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, সংসদ উপনেতার পুত্র বাবলু চৌধুরী তার নানা কর্মকান্ডে এলাকায় চরম বিতর্কিত। আজকে যারা বিএনপি-জামাত থেকে দলে এসেছে তাদের দ্বারা দলের ত্যাগী নেতা-কর্মীরা নির্যাতিত হচ্ছে। আর এসবের প্রতিবাদ করার জন্যই আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।