নারায়ণগঞ্জ প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়াবিদরা ব্যাপক গণসংযোগ করেন শনিবার।
সিদ্ধিরগঞ্জের ৪ ও ৫নং ওয়ার্ডে কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়াবিদরা ব্যাপক গণসংযোগ করেন শনিবার।
এ সময় ক্রীড়াবিদরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। গণসংযোগে ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুল হক প্রিন্স, সাবেক ফুল তারকা সাইদ হাসান কানন, সাবেক ফুলবল মোঃ সুজন, বর্তমান ফুটবল তারকা এনামুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মঞ্জুর হোসেন মালু, বর্তমান হকি তারকা জাহিদ ও চঞ্চল।
এদিকে শনিবার সিদ্দিরগঞ্জে ৫নং ওয়ার্ডে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, রাজবাড়ী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফকরুল।