সাউথ এশিয়ান সাঁতারে আরিফুল দ্বিতীয় স্বর্ণ জয়

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলংকায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের তরুণ সাঁতারু আরিফুল ইসলাম দ্বিতীয় স্বর্ণ পদক অর্জন করেছেন।শুক্রবার অনূর্ধ্ব-১৮ বিভাগে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের আরিফুল ইসলাম ৩০.৯৪ সময় নিয়ে স্বর্ণ পদক জিতেছেন। এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন শ্রীলংকার ইয়োগারাথনাম (৩১.৪৫) ও তৃতীয় হয়েছেন ভারতের ভারুন প্যাটেল (৩১.৭০)।এর আগে গত বুধবার আরিফুল ইসলাম ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১:০৮.২১ সময় নিয়ে প্রথম স্বর্ণ পদকটি অর্জন করেছিলেন। ওই দিন মাহফুজা খাতুন শীলা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রৌপ্য পদক অর্জন করেন।শুক্রবার বাংলাদেশের মাহফিজুর রহমান সাগর ১০০ মিটার ফ্রি স্টাইলে ৫৩.১১ সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। অনূর্ধ্ব-১৮ বালিকা বিভাগে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রোমান আক্তার ৩৭.০৩ সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন।