সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স শুরু ২৫ নভেম্বর

একাত্তরলাইভডেস্ক: পরিবেশ সম্পর্কিত আইন সঠিকভাবে বাস্তবায়নের জন্য দক্ষিণ এশিয়ার উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে ‘সাউথ এশিয়া জুডিশিয়াল কনফারেন্স অন ইনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ’ শীর্ষক  সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিম কোর্ট এবং এডিবির যৌথ উদ্যোগে আগামী ২৫ ও ২৬ নভেম্বর এ সম্মেলন ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন করবেন।পরিবেশ সম্পর্কিত আইন সঠিকভাবে বাস্তবায়নের জন্য দক্ষিণ এশিয়ার উচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে ২০১১ সাল থেকে সম্মেলনের আয়োজন করছে এডিবি। এ পর্যন্ত পাকিস্তান, শ্রীলংকা, ভুটান এবং নেপালে এডিবির সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে আসছে এই সম্মেলন। বাংলাদেশে এই সম্মেলন প্রথমবারের মত হতে যাচ্ছে।সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্মেলনে সার্কভুক্ত সকল দেশের প্রধান বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতি এবং রাষ্ট্রদূতদের অংশ নেওয়ার কথা রয়েছে।এ ছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের পরিবেশবিদদের অংশ নেওয়ার কথা রয়েছে এ সম্মেলনে।