সাইমনের মাথা নষ্ট

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নির্মাতা পি এ কাজল নির্মাণ করেছেন ‘চোখের দেখা’ শিরোনামের চলচ্চিত্র। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও অহনা। সিনেমাটি আগামী ১৪ অক্টোবর সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে গতকাল শুক্রবার (৭ অক্টোবর) ইউটিউবে এ সিনেমার ট্রেইলার প্রকাশ করা হয়েছে।এতে দেখা যায়- শুরুতেই নায়ক সাইমন চোখ বাঁধা অবস্থায় টসের পয়সা ধরেন। এক ঝলক পর্দায় ভেসে ওঠে শতাব্দী ওয়াদুদের ভংকর লাল চোখ। চোখ বাঁধা সাইমনকে অ্যাকশন দৃশ্যেও দেখা যায়। এমনকি ক্রিকেট মাঠে ছক্কাও হাকান তিনি। হঠাৎ পর্দায় হাজির হন এক সময়ের সাড়া জাগানো নায়ক আলেকজান্ডার বো। কিছু দৃশ্যে, সাইমন-অহনাকে রোমান্স করতেও দেখা যায়।এদিকে শতাব্দীর গুরু দক্ষিণায় খুশী নন সাইমন। তখন সাইমন বলেন, ‘না না না, আমার ত্রিশ লাখ টাকাই লাগব। নাহলে আমার মাথা নষ্ট। পুরাই আউলা-ঝাউলা।’ এরই মধ্যে প্রেমিক-প্রেমিকার দ্বন্দ্ব দেখা যায়। অহনা সাইমনের উদ্দেশ্যে বলেন, ‘এই পাপী শুনে রাখ- তোর এই ছলচাতুরী নাটক-সিনেমায় চলে। বাস্তবে নয়।’ শামস সুমন বন্দুক হাতে শতাব্দীকে শাসায়। তিনি বলেন, ‘স্যারের বিষয় নিয়ে বেশি নাক গলাবি না। যদি নাক গলাস, নাকে তুলা দিয়া জায়গা মতো শোয়ায়ে দিমু।’কুশলী মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় সাইমন-অহনা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- কাজী হায়াৎ, শতাব্দী ওয়াদুদ, আলেকজান্ডার বো, শামস সুমনসহ আরো অনেকে। পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পি এ কাজল।আইটেম গানসহ এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, সাবিনা ইয়াসমীন, কিশোর, কনা, পড়শী ও আরিফ।