সাইফ স্পোর্টিংকে রুখে দিল কাওরান বাজার

ক্রীড়া প্রতিকেদক : মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে বুধবার একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় সাইফ স্পোর্টিং ক্লাব ও কাওরান বাজার প্রগতি সংঘ। মার্সেল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতেছিল সাইফ স্পোর্টিং ক্লাব। কিন্তু আজ বুধবার তৃতীয় ম্যাচে এসে পয়েন্ট হারিয়েছে দলটি। ১-১ গোলে ড্র করেছে কাওরান বাজারের সঙ্গে। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৫ মিনিটে লিড নেয় সাইফ স্পোর্টিং ক্লাব। গোলটি করেন রায়হান। এই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ম্যাচের ৭৮ মিনিটে কাওরান বাজারের রাজু গোল করে ম্যাচে সমতা ফেরান। এই সমতা আর ভাঙতে পারেনি কেউ। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে উভয় দল। এই ড্রয়ের ফলে ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ৩ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে কাওরান বাজার অবস্থান করছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে।