বিনোদন ডেস্ক :বলিউডের অন্যতম তারকা দম্পতি সাইফ আলী খান এবং কারিনা কাপুর। প্রথম সন্তানের অপেক্ষায় প্রহর গুনছেন এ জুটি।তবে দুইবার সাইফের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারিনা। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে হাজির হয়ে এ কথা জানান তিনি।এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘প্যারিসে সাইফ আমাকে দুইবার বিয়ের প্রস্তাব দিয়েছিল। তবে সে হাঁটু গেড়ে প্রপোজ করেনি। আমরা রিটজ হোটেলের বারে বসেছিলাম। তখন সে আমাকে প্রপোজ করে। আমি প্রথবার না বলেছিলাম। পরবর্তীতে একই সফরে নটর ডেম চার্চে সে আবার প্রপোজ করে। তখন আমি তাকে প্রসঙ্গটি বাদ দিতে বলি। কারণ তখন আমি ক্যারিয়ার নিয়ে ভাবছিলাম। তবে দুদিন পর আমি হ্যাঁ বলি।’সাইফ-কারিনার সম্পর্কের শুরু ২০০৭ সালে। এরপর ২০০৯ সালের অক্টোবরে প্রকাশ্যে তাদের প্রেমের কথা জানান সাইফ। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি।
সাইফের বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন কারিনা
September 30, 2016