সাইনবোর্ডে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে স্মারকলিপি দিয়েছে ‘নিরাপদ সড়ক চাই’ এর জেলা কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ‘নিরাপদ সড়ক চাই’ এর জেলা কমিটির সভাপতি ডা. আল ওয়াজেদ উর রহমান, সহ সভাপতি আনোয়ারুল হক, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা বদরুন্নাহার সেতু, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহ্বায়ক এ আর জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, প্রতি ঘন্টায় কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় সড়ক পারাপার হচ্ছে। এ পয়েন্টের চারিদিকে রয়েছে সাতটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক বিদ্যায়, দুইটি কলেজ, ছয়টি বড় আকারের মাদ্রাসাসহ বেশ কয়েকটি শিল্প কারখানা, আবাসিক এলাকা, মার্কেট। বিভিন্ন সময়ে এখানে সড়ক দূর্ঘটনায় অনেক হতাহতের ঘটনাও ঘটেছে।

বর্তমানে এ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ একান্ত জরুরি হয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে এ এলাকায় মানুষের নিরাপদ যাতায়াতের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।