সাংবাদিক সাঈদের পিতার কুলখানি অনুষ্ঠিত

একাত্তরলাইভডেস্ক: দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাঈদ আহমেদের সদ্য প্রয়াত পিতা মাজহারুল হান্নান খানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে।শনিবার কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামে মরহুমের বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।তার মৃত্যুতে ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন।সংগঠনটির দপ্তর সম্পাদক মেহেদি আজাদ মাসুম এক বিবৃতিতে এ তথ্য জানান। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।গত ২৩ অক্টোবর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজহারুল হান্নান খান ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। রাজধানীর জুরাইন ও কুমিল্লার মেঘনা উপজেলার তুলাতলী গ্রামের বাড়িতে জানাজা শেষে তুলাতলী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যা, অনেক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।