সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবুসহ ৪ জন আটক

একাত্তর লাইভ ডেস্ক : ময়মনসিংহের ধোবাউড়া হয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্তসহ চারজনকে আটক করেছে জনতা।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করে জনতা।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান। একটি প্রাইভেটকার ও চালকসহ চারজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে ।

বর্তমানে আটককৃতরা পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি চাঁন মিয়া।