সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া চিকিৎসার জন্য ভারত গমন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বে-সরকারি টেলিভিশন মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার) ভারত যাচ্ছেন। তিনি দীর্ঘ দিন যাবত শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন নানান জটিল রোগে ভুগছেন। নিয়মিত চেক-আপের জন্য আজ সড়ক পথে কলকাতা যাবেন। কলকাতায় পিয়ারলেস ও রবিন্দ্রনাথ টেমার হাসপাতালে চিকিৎসা শেষে আগামি ২ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় এয়ার ইন্ডিয়া এয়ারলেন্সে কলকাতা বিমান বন্দর থেকে আন্ধামান যাবেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।