সাংবাদিকের কোন বন্ধু নেই: ডেপুটি স্পিকার

মোয়াজ্জেম হোসেন মজনু:
সমাজে দায়বদ্বতার জায়গা থেকে সাংবাদিকদের আরো গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে হবে। একটি দেশের গনতান্ত্রিক রানিতির প্রধান হাতিয়ার হচ্ছে সংবাদ পত্র । একজন সাংবাদিক পারে তার এলাকার সংবাদ নিয়মিত পরিবেশন করে সমাজের কলুষিত মুক্ত পরিবেশ দুর করতে। আর প্রকৃত একজন সাংবাদিকের কোনো বন্ধু নেই। সে কারনে বর্তমান শেখ হাসিনার সরকার সংবাদপত্র শিল্পকে আরো আধুনিক করতে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছেন। রবিবার বাগেরহাটে দিনব্যাপি নানা কর্মসুচির মধ্যে দিয়ে প্রেসক্লাবের চার দশক পূর্তি উৎসব পালিত উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে বাগেরহাট প্রেস ক্লাব এর উদ্যোগে প্রেস ক্লাবের চার দশক পুর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পীকার এ্যাড: ফজলে রাব্বী একথা বলেন। বাগেরহাট প্রেস ক্লাব এর সভাপতি এ্যাড: মো: শাহ আলম টুকুর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন,জেলা আওয়ামীলীগের সভাপতি ডা: মোজাম্মেল হক এম,বাগেরহাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্জ এ্যাডঃ মীর শওকাত আলী বাদশা,সংরক্ষিত সংসদ সদস্য মিসেস হেপি বড়াল,গাইবান্ধা ১ আসনের সংসদ মজ্ঞুরুল ইসলাম লিটন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস,পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো: কামরুজ্জামান। অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,জেলা আইনজীবী সমিতির সভাপতি ড, আজাদ ফিরোজ টিপু,সাধারন সম্পাদক অঝিয়ার রহমান পিকলু।

bagerhat-photo-181216-1 সভার পুর্বে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়ার নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের অডিটরিয়ামে এসে শেষ হয়। র‌্যালিতে বাদক দলের ডাক ঢোলের শব্দের তালে তালে ব্যানার, ফেষ্টুন, নিয়ে শহরে সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ র‌্যালীতে অংশ নেয়। বাগেরহাট প্রেস ক্লাবের চার দশক পূর্তি উৎসব অনুষ্ঠানে জেলা সদরসহ সকল উপজেলার সাংবাদিক ,রাজনিতিবিদ,জনপ্রতিনিধি,বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।