মোয়াজ্জেম হোসেন মজনু-বাগেরহাট প্রতিনিধি
বর্তমান শেখ হাসিনার সরকার মাত্র আট ৭বছরে দেশের প্রত্যত্ত অঞ্চলে যোগাযোগ ব্যাবস্থায় ব্যাপক উন্নয়ন ও সফলতা এনেছেন যা বিগত কোন সরকারের আমলে সম্ভব হয়নি ।শেখ হাসিনার সরকার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ নির্বাচনী ইশতেহার অনুযায়ী জন গনের কল্যানে কাজ করছেন। সরকার বৃদ্বাদের অধিকার সু.সংহত করার জন্য স¤পূর্ণনিরপেক্ষ ভাবে প্রকৃত অস্বচ্ছল ,দুস্থ বয়স্কদের তালিকা তৈরি করে তাদেরকে বয়স্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্বকালিন ভাতা,মুক্তিযোদ্বা ভাতা,পঙ্গু ভাতা,এমনকি ভিক্ষুকদের ও তালিকা প্রস্তুত করছে তাদের কে ও সরকার এই ভাতার তালিকায় আনবে।আর এই সব উন্নয়নের ধারা বাহিকতায় ঈর্ষানিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্র অপপ্রচার করছে।এদের কঠোর হস্তে দমন ও প্রতিহত করতে হবে। দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারইপাড়া ইউনিয়ন বাসির দীর্ঘ দিনের প্রত্যাসিত বারইপাড়া সুতাল এর সংযোগ ব্রীজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. মীর শওকাত আলী বাদশা এলাকাবাসীর উদেশ্যে একথা বলেন ।তিনি আরো বলেন, নিজেদের মধ্যে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একত্রিত হয়ে এই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করে। বঙ্গবন্ধুর আদর্শের সুখীÑসমৃদ্ব ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে গ্রামের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে তার অসামাপ্ত কাজ বাস্তবায়ন করতে হবে ।বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ১ বছরের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদুৎ পৌচ্ছে দেওয়া হবে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: হায়দার মোড়লের সভাপতিত্বে উক্ত সভায় অন্যন্যেদের মধ্যে বক্তৃতা করেন,সাধারন সম্পাদক মো: আরজু,স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: ছরোয়ার মোড়ল,যুবলীগ সভাপতি মো: জাফর দর্জি,সরদার শুকুর আহম্মেদসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সরকার স্বল্প সময়ে দেশের যোগাযোগ ব্যাবস্থায় ব্যাপক সফলতা এনেছেন :এম,পি বাদশা
