একাত্তরলাইভডেস্ক: জঙ্গিদের বিচারের মুখোমুখি না করে তাদের ‘ক্রসফয়ারে হত্যা করে’ সরকার মানবতাবিরোধী অপরাধ করছে বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীসহ নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে ‘অল কমিউনিটি ফোরাম’।খন্দকার মাহবুব বলেন, ‘জঙ্গিবাদ নিয়ে সরকার নাটক সৃষ্টি করতে চায়। জঙ্গি নিধনের নামে নাটক সৃষ্টি করে তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে সরকার মানবতাবিরোধী অপরাধ করছে। মানবতাবিরাধী অপরাধ করার পাশাপাশি সংবিধানও লঙ্গন করছে তারা। এজন্য একদিন তাদেরকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে।’শনিবার গাজীপুর ও টাঙ্গাইলে পুলিশের অভিযানে ১১ জঙ্গি নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ‘১১ জন জঙ্গিকে ক্রসফায়ারে হত্যা করা হল কেন? তারা কি এতই শক্তিশালী ছিল যে, তাদের গ্রেপ্তার করা গেল না?’সরকার ‘আরেকটি সাজানো নির্বাচন’ করার পাঁয়তারা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তারেক রহমানসহ বিরোধী রাজনৈতিক দলের সকল নেতা-কর্মীকে সাজা দিয়ে আরেকটি সাঁজানো নির্বাচন করতে চায় সরকার। এভাবে সরকার যদি আবার ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করে তাহলে তার পরিণাম হবে ভয়াবহ।’বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন হবে বলেও জানান বিএনপির এই ভাইস চেয়ারম্যান।এ সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সারাদেশে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।আয়োজক সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।
‘সরকার মানবতাবিরোধী অপরাধ করছে’

October 9, 2016