সরকার ভয়ে জঙ্গিদের ক্রসফায়ার দিচ্ছে : নজরুল

একাত্তরলাইভডেস্ক: জঙ্গিবাদের সঙ্গে ক্ষমতাসীনদের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তাদের ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ প্রতিবাদ সভার আয়োজন করে দেশনেত্রী ফোরাম নামের একটি সংগঠন।নজরুল ইসলাম খান বলেন, নিজেদের সম্পৃক্ততার কথা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সরকার বিচারের সম্মুখীন না করে জঙ্গিদের ক্রসফায়ারে হত্যা করছে।আওয়ামী লীগের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এ দাবি করে তিনি বলেন, বিএনপি সব সময় জঙ্গিবাদ দমন করেছে। ভবিষ্যতে ক্ষমতায় আসলে এ ধারা অব্যাহত থাকবে।জঙ্গিদের ক্রসফায়ারে না দিয়ে সমূলে উৎখাতের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে, মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকার ও তাদের দলের নেতা-কর্মীরা এখন বেপোরোয়া। তারা মনে করে, তাদের বিচার হবে না।’তিনি বলেন, বর্তমান সরকার ক্রমাগত অন্যায়, অপরাধ করে চলেছে। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করাটা অস্বাভাবিক নয়, বরং মামলা না হওয়াটাই অস্বাভাবিক।রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে কিছু মানুষের ব্যক্তিগত লাভের বিষয় রয়েছে, দাবি করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘যারা সরকারের লুটপাটের ভাগ পায়, যারা দেশের স্বার্থ বিকিয়ে দিতেও প্রস্তুত, তারাই চায় রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হোক।’দেশনেত্রী ফোরামের সভাপতি এ কে এম বশির উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন- বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ।