অনলাইন ডেস্ক: সরকারকে বিব্রত করতে প্রশ্নপত্র ফাঁস করছে কিছু কুচক্রী মহল। বললেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শুক্রবার রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্যই এই কুচক্রী মহলগুলো প্রশ্নপত্র ফাঁস করছে। এই বিষয়ে আমাদের আরও সতর্ক ও যত্নবান হতে হবে।
মাঝে মাঝে কিছু দল রাজনৈতিক সঙ্কট সৃষ্টি করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে রাজনৈতিক সংঘাত সৃষ্টি করতে মসজিদের জায়নামাজ ও কোরআন শরীফ পোড়ানো হয় এবং অনেক মায়ের কোল খালি কর হয়। ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করতে ২৪ জন পুলিশ, চারজন প্রিজাইডিং অফিসার, ৫০০ বুথ পোড়ানো হয়। কিন্তু কোনো লাভ হয়নি। আগামীতেও এই ধরনের ঘটনা ঘটিয়ে কোনো লাভ হবে না।
এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ খান।