একাত্তরলাইভডেস্ক:রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে শনিবার সকাল ১০টা ৭ মিনিটে তিনি সম্মেলনের উদ্বোধন করেন।সম্মেলন উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, আমাদের কিছু কালচারাল অনুষ্ঠান আছে। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হবে, শোক প্রস্তাব গ্রহণ করা হবে। এরপর আমি আমার উদ্বোধনী বক্তব্য দেব।এ পর্ব পরিচালনার জন্য তিনি প্রচার সম্পদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলকে সম্মেলন পরিচলানার দায়িত্ব দেন।সকাল ১০টার দিকে শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হন।দেশ পরিচালনাকারী দলটি আগামী নেতৃত্ব নির্ধারণে ২০তম জাতীয় সম্মেলন করছে। রবিবার এ সম্মেলন শেষ হবে।