ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশ ও ভারতের সব এন্ট্রিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) নেটওয়ার্কের আওতায় আনা হবে। যেগুলো বাকি রয়েছে সেগুলোকেও এন্ট্রিগ্রেটেড চেকপোস্টে পরিণত করে সব স্থলবন্দর দিয়ে পূর্ণ এন্ট্রি ভিসা চালু করা হবে।’
শনিবার (৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভারত ও বাংলাদেশ সীমান্তে আমরা আমাদের অভিবাসন চেকপোস্টকে একত্রিত করছি, একবার নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে আমরা মানুষকে সকল স্থলবন্দর ব্যবহার করার অনুমতি দিতে পারবো। বর্তমানে পেট্রাপোল-বেনাপোল ও হরিদাসপুর দুটি স্থলবন্দর ব্যবহার করা হচ্ছে। এর সঙ্গে আখাউড়া-আগরতলাসহ অন্যান্য স্থলবন্দরকে ব্যবহারের জন্য বলতে পারবো।’
এরআগে আখাউড়া স্থলবন্দরে ভারতীয় হাইকমিশনারকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার ফুল দিয়ে স্বাগত জানান।