সন্ধ্যা নদীতে ট্রলার ডুবি : হিসাবরক্ষণ কর্মকর্তার মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ মো. শহীদুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শহীদুল উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও কৌরিখাড়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
শুক্রবার সকালে সন্ধ্যা নদীর কালিবাড়ি খালের মোহনায় বিসিক শিল্প নগরীর সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী খেয়ার ট্রলারের যাত্রী আল-আমিন জানান, কৌরিখাড়া লঞ্চঘাট থেকে ২৫/৩০ যাত্রী নিয়ে ট্রলারটি স্বরূপকাঠি বাসস্ট্যান্ড ঘাটে যাচ্ছিল। ট্রলারটি বিসিক শিল্প নগরী এলাকা অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা আনন্দ-৭ নামে একটি কাঠবোঝাই ট্রলার সজোরো ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারের অন্যান্য যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলে ওই কর্মকর্তা ডুবে যান। খবর পেয়ে স্বরূপকাঠি, বরিশালের দমকল বাহিনী এবং স্থানীয় ডুবুরিরা দুপুরে নিখোঁজ শহীদুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুলিশ ট্রলারটিকে আটক করেছে।