নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এলেন সেলিনা হায়াৎ আইভী। সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগেই তিনি গণভবনে ঢুকেন।
এর আগে বিকালে আইভী নারায়ণগঞ্জ দুই নং রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশে গণভবনের পথে রওয়ানা হন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমার পূর্বনির্ধারিত সাক্ষাত ছিল। বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর দোয়া নিতেই আমি সেখানে যাচ্ছি।’
দেখা করে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আইভী শেখ হাসিনাকে শাড়ি, বই এবং দলীয় প্রতীক নৌকার একটি রেপ্লিকা উপহার দিবেন বলেও জানা গেছে।
বৃহস্পতিবারের ভোটে আইভী তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে টানা দুই বারের মতো মেয়র নির্বাচিত হন।