সন্ত্রাসী হামলার ভয়ে মঞ্চ ছাড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :  নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে সন্ত্রাসী হামলার ভয়ে মঞ্চ ছাড়তে হয়েছে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে।শনিবার সন্ধ্যায় নেভাডার রেনোতে ট্রাম্প নির্বাচনী র‌্যালিতে বক্তৃতাকালে হঠাৎ মঞ্চের সামনে ‘গোলযোগ’ দেখা যায় যায়। এ সময় ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। এ সময় ‘বন্দুকধারী হামলা চালিয়েছে’ এমন গুঞ্জন সেখানে ছড়িয়ে পড়ে। ফলে সেখানে উপস্থিত ট্রাম্প সমর্থকদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারা দ্রুত ওই স্থান ত্যাগ করতে হুড়োহুড়ি শুরু করেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালান এবং গ্রেপ্তার করে নিয়ে যান। প্রথমে ধারণা করা হয়েছিল, আটক ওই ব্যক্তির কাছে পিস্তল রয়েছে। তবে পরে নিরাপত্তাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তির কাছে কিংবা ট্রাম্পের মঞ্চের আশপাশে তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পাওয়া যায়নি। এ ঘটনার কয়েক মিনিট পর ট্রাম্প আবার মঞ্চে ফিরে আসেন। পুনরায় বক্তৃতা শুরু করে ট্রাম্প বলেন, ‘কেউই বলছেন না, আমরা নিরাপদে থাকতে যাচ্ছি… নিরাপত্তাবাহিনীকে আমি ধন্যবাদ জানাতে চাই।’ এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে ডেমোক্রেটিক পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোর দিকে ঝুঁকছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নির্বাচনের আগের দুই দিন পেনসিলভেনিয়া, মিশিগান ও মিনেসোটায় প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন। ১৯৭২ সালের পর থেকে এসব অঙ্গরাজ্যে কখনো জয় পায়নি রিপাবলিকানরা।
তথ্যসূত্র : বিবিসি ও রয়টার্স