একাত্তলাইভ ডেস্ক: উত্তরা ১ নম্বর সেক্টরের জাহিদুল ইসলাম সকালে কার্ড নিতে এসেছিলেন। কিন্তু সার্ভারে তার তথ্য না পাওয়ায় তাকে স্মার্ট কার্ড দেওয়া হয় না। তিনি ফিরে যান। পরে আবার বিকেলে তাকে ফোন করে ডেকে এনে কার্ড দেওয়া হয়।জাহিদুল জানান, তিনি সকাল ৯টা ২০ মিনিটে কার্ড নিতে আসেন। কিন্তু তখন তাকে বলা হয়েছে, তথ্য পাওয়া যাচ্ছে না। নট ফাউন্ড লেখা আসছে। তিনি হতাশ হয়ে ফিরে যান। কিন্তু বেলা তিনটার দিকে তাকে মোবাইল ফোনে ডেকে এনে কার্ড দেওয়া হয়। কার্ড পেয়ে খুবই খুশি জাহিদুল।একই ধরনের কথা জানান উত্তরা ১ নম্বর সেক্টরের ইরফান হোসেন। শুধু জাহিদুল আর ইরফান নয় এরকম অনেকেই সকালে ফিরে গেছেন। যাদের বিকেলে মোবাইল করে ডেকে এনে কার্ড দেওয়া হয়েছে।রাজধানীর নাগরিকদের মধ্যে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ শুরু হয়ে সোমবার সকালে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ঠিক সময়ে বিতরণ শুরু হলেও বিপত্তি দেখা দেয় উত্তরায়।টেকনিক্যাল সমস্যার কারণে এখানে দেরী হয়। ত্রুটি কাটিয়ে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে কার্ড বিতরন শুরু হয় বেলা ১১টায়। শুরুতে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককেই। তবে ভোগান্তি কমাতে দায়িত্বশীলরা তৎপর ছিলেন।এ বিষয়ে কথা হয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শদের সাথে। দেরিতে কার্ড বিতরন শুরু হওয়া প্রসেঙ্গে তিনি বলেন, ‘ডাটা সফট কপিতে সমস্যা হওয়ার কারণে একটু দেরি হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করেছি। ১১টা থেকে দেওয়া শুরু করেছি। তথ্য না পাওয়ায় সকালে যাদের ফিরিয়ে দেওয়া হয়েছিল, বিকেলে তাদের মোবাইল করে ডেকে এনে কার্ড দেওয়া হয়েছে।’তিনি আরো জানান, আজ এখান থেকে উত্তরা ১ ও ২ নম্বরের সেক্টরের কার্ড দেওয়া হচ্ছে। যারা আজ নিতে না পারবেন তাদের পরবর্তীতে সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে কার্ড নিতে হবে।এদিকে বিকেলেও দেখা গেছে কারো কারো তথ্য না পাওয়ায় তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। মো. আনোয়ার হোসেন নামের একজন জানান, তাকে জানানো হয়েছে, তার তথ্য সার্ভারে নেই। তাই তাকে কার্ড দেওয়া সম্ভব না।এ প্রসঙ্গে আইটি কনসালট্যান্ট মো. সোহেল বলেন, হয়তো দুটি কারণে তাদের তথ্য আসছে না। একটি হল তাদের জাতীয় পরিচয় পত্রে ছবি ত্রুটিপূর্ণভাবে থাকা এবং শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত যোগ্যতার ঘরে একাধিক শব্দ থাকায়। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই। পরবর্তীতে আবার তাদের সময় দেওয়া হবে।এছাড়া টেকনিক্যাল কারনেও কিছু সমস্যা হয়েছে । অনীকা রানী নামের এক অপারেটর জানান, তার ল্যাপটপ ঠিকভাবে কাজ করছিল না। যে কারণে বেশ সমস্যা হয়েছে।উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে কার্ড বিতরণ করা হয়েছে বিকেল পৌনে ৬টা পর্যন্ত। উত্তরা নির্বাচন অফিসের কর্মকর্তা মো. শাহজালাল জানান, সোমবার প্রায় এক হাজার কার্ড বিতরণ করা হয়েছে এ ক্যাম্প থেকে।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শদ জানান, এখানে আগামী ২২ অক্টোবর পর্যন্ত কার্ড বিরতন করা হবে। ৪ অক্টোবর ১০ নম্বর সেক্টর ও রানাভোলা (ডিসিসি অংশ), ৫ অক্টোবর বাদশার টেক, দলি পাড়া (ডিসিসি অংশ) আহালিয়া (ডিসিসি অংশ), ৬ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৮, ৭ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৯ (পুরুষ), ৮ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৯ (মহিলা), ৯ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৬ (পুরুষ), ১০ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৬ (মহিলা)।১৩ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৩ (পুরুষ), ১৪ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৩ (মহিলা), ১৫ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৪ (পুরুষ), ১৬ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৪ (মহিলা), ১৭ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৫ (পুরুষ), ১৮ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৫ (মহিলা), ১৯ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর -৭ (পুরুষ), ২০ অক্টোবর উত্তরা মডেল টাউন সেক্টর-৭ (মহিলা), ২১ অক্টোবর আব্দুল্লাহপুর (পুরুষ) ও ২১ অক্টোবর আব্দুল্লাহপুরের নারীদের স্মার্ট কার্ড বিতরন করা হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত কার্ড দেওয়া হবে।এছাড়া যারা এসময় কার্ড নিতে না পারবেন পরে তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে কার্ড নিতে পারবেন।
সকালে ফেরত, বিকেলে ডেকে এনে বিতরণ

October 3, 2016