সংসদ সংখ্যাগরিষ্ঠতা না থাকলে বিচারপতি অপসারণ কিভাবে: প্রধান বিচারপতির প্রশ্ন

অনলাইনডেস্ক: সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকলে কিভাবে বিচারপতি অপসারণ করা হবে জানতে চেয়ে অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের কাছে প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারকদের অপসারণ ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের হাতে প্রদান করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর অ্যমিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের লিখিত মতামতের ওপর শুনানিকালে প্রধান বিচারপতি এ প্রশ্ন তোলেন।

প্রধান বিচারপতি বলেন, এখন না হয় সংখ্যাগরিষ্ঠতা আছে। কিন্তু কোনো সময় যদি না থাকে? যদি হ্যাঙ্গিং পার্লামেন্ট হয়। তাহলে কি হবে? কিভাবে অপসারণ (বিচারপতি) করা হবে? তখন তো একটা ভেকুয়াম (শুন্যতা) সৃষ্টি হবে।

জবাবে রোকনউদ্দিন মাহমুদ বলেন, আমার লিখিত সাবমিশনে এটা আছে। আমি নিজেও এ প্রশ্ন রাখছি।