ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টটি ২২৫ রানে জিতে নেয় শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্টটি বৃহস্পতিবার তারা জিতে নেয় ২৫৭ রানে। আর এর মধ্য দিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় সফরকারী শ্রীলঙ্কা। আর হোয়াইটওয়াশ হয় স্প্রিং বকরা।দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ধনঞ্জয় ডি সিলভা ও গুনারতেœর সেঞ্চুরিতে ৫০৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে জিম্বাবুয়ে ব্রিয়ান চারির ৮০, এরভিনের ৬৪ ও উইলিয়ামসের ৫৮ রানে ভর করে ২৭২ রানে অলআউট হয়ে যায়। ২৩২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সফরকারীরা।৯ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলে ইনিংস ছেড়ে দেয়। তাতে জয়ের জন্য জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় ৪৯১ রান। সেই রান তাড়া করতে নেমে রঙ্গনা হেরাথের বোলিং তোপে পড়ে জিম্বাবুয়ে। তাতে ৫৮ ওভারে ২৩৩ রান করতেই অলআউট হয়ে যায়। ফলে ২৫৭ রানে জয় পায় শ্রীলঙ্কা।হেরাথ বল হাতে এই ইনিংসে ৮ উইকেট নেন। আগের ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। ১৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন হেরাথ। আর সিরিজ সেরা নির্বাচিত হন দিমুথ করুনারতেœ।
শ্রীলঙ্কার ২৫৭ রানের জয়
November 11, 2016