একাত্তরলাইভডেস্ক: কম খরচে পণ্য পরিবহণের জন্য শ্রীলঙ্কার সঙ্গে কোস্টাল শিপিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দু্ই দেশের সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠক শেষে নৌসচিব অশোক মাধব রায় সাংবাদিকেদের এসব তথ্য জানান। তিনি বলেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কোস্টাল শিপিং চুক্তি, শ্রীলঙ্কার বন্দরে অগ্রাধিকার ভিত্তিতে বার্ছিংসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। এ সব বিষয়ে অ্যামিউ স্বাক্ষরিত হবে। এর আগে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রীলঙ্কার বন্দর ও নৌসচিব এল পি জায়ামপাথির মধ্যে এসব বিষয়ে আলোচনা হয়।
শ্রীলঙ্কার সঙ্গে কোস্টাল শিপিং চুক্তিতে বৈঠক
October 25, 2016