শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ১৫৩ কোটি টাকার সার আত্মসাতের অভিযোগ

একাত্তরলাইভ ডেস্ক: ১৫৩ কোটি ৩৬ লাখ টাকার সার আত্মসাতের অভিযোগে বগুড়ার আমদীঘি উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা ও সান্তাহার বাফা গোডাউনের ইনচার্জ নবির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে আদমদীঘি থানায় ওই দুইজনের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেছেন বগুড়া দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, বগুড়ার সান্তাহারের বাফার গোডাউনের ১৫৩ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৭৫২ টাকার সার সরবরাহ না করে আত্মসাৎ করেন বগুড়ার আদমদীঘি উপজেলার জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক ও মেসার্স রাজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী রাশেদুল ইসলাম রাজা এবং সান্তাহার বাফার গোডাউনের সাবেক উপ-প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) ও গোডাউন ইনচার্জ নবির উদ্দিন খান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মেসার্স রাজা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী ও শ্রমিকলীগ নেতা মিলিতভাবে গত ২০১৩ সালের ১ জুলাই হতে ২০১৬ সালের ২৪ জুন পর্যন্ত সান্তাহার বাফার গোডাউন থেকে ৫২ হাজার ৩৪২ দশমিক ৮০ মেট্রিক টন সার গোডাউনে জমা না দেখিয়ে বিক্রি করে দিয়েছেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি মনিরুজ্জামান।