শ্রমিক নেত্রী মোশরেফা মিশু ডিবিতে

নিজস্ব প্রতিবেদক:
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন সভাপতি মোশরেফা মিশুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে মিশুর কার্যালয় থেকে ডিবির একটি দল তাকে নিয়ে যায়।
ডিবির দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি) মাশরুকুর রহমান খালেদ সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি মাশরুকুর রহমান খালেদ।