নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুরে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। শ্যামপুর থানার ধুলাইপাড়ে ধোলাইপাড় হাইস্কুলের পশ্চিম পাশে রোববার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম হল সুমনা(১৬)। আরেকজনের নাম জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত আছিয়াকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, রাত সাড়ে ১০টায় এই ৩ জন পথচারীকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে একজন নিহত হয়। পরে আহত অবস্থায় দুইজনকে ঢামেকে নেওয়া হয়।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া পরিবর্তন ডটকমকে বলেন, আহত অবস্থায় সুমনা ও আছিয়াকে ঢামেকে আনা হয়। সুমনা চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায়। আছিয়ার অবস্থাও আশঙ্কাজনক।