শোক বার্তায় ছেয়ে গেছে ফেসবুক

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে আজ শুধুই আইয়ুব বাচ্চু। কিংবদন্তি এই শিল্পী চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ফেসবুকে। প্রিয় শিল্পীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও ভক্তরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নগর বাউল জেমস লেখেন, ‘বাংলা রক সঙ্গীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু’র প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা। এই ক্ষতি বাংলা সঙ্গীতের জন্য অপূরণীয়। উনার আত্মার মাগফেরাত কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।’

সঙ্গীতশিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল লেখেন, ‘আইয়ুব বাচ্চু নাই, এ কথা কিছুতেই মানতে পারছি না, কষ্ট খুব কষ্ট হচ্ছে সত্যি মেনে নিতে।’

রাশেদ উদ্দিন আহমেদ তপু লেখেন, ‘বাচ্চু ভাই, আপনি চলে গেলেও, আপনার রুপালী গিটার ঠিকই বাজবে লক্ষ তরুণের হাতে। এই চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হয় । যেখানেই থাকুন, ভালো থাকুন।’

ওপার বাংলার সঙ্গীতশিল্পী অনুপম রয় লেখেন, ‘বাচ্চু ভাই-এর (আয়ুব বাচ্চু) এভাবে হঠাৎ করে চলে যাওয়াটা মেনে নেওয়া কঠিন। বাংলা গান চিরদিন মনে রাখবে এই চমৎকার গুণী মানুষটিকে।’