ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ শৈলকুপা থানার বহুল আলোচিত ওসি তরিকুল ইসলামকে নানা অভিযোগের প্রেক্ষিতে অপসারণ করা হয়। ২০১৪ সালে মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) থাকা কালে তার বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগে দুদক থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়। সম্প্রতি ওসি তরিকুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের খবর ধারাবাহিক ভাবে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন ও আঞ্চলিক পত্রিকায় ফলাও করে ছাপা হয়, যা পরে স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সাধারন মানুষ কোন বিষয়ে মামিলা করতে গেলে ওসি তারকুল ইসলাম চুক্তির টাকা না হলে মামলা নিতো না। ডাকাত ও সন্ত্রাসীদের সাথে তার ছিল গোপন সক্ষতা ।ওসি তরিকুল ইসলাম শৈলকুপায় যোগদানের পর থেকে মারামারি, খুনসহ বিভিন্ন হাঙ্গামা বৃদ্ধি পায় ।
সোমবার শৈলকুপা থানায় নতুন ওসি মো: আলমগীর হোসেন যোগদান করেছেন। শৈলকুপাবাসীর প্রত্যাশা শৈলকুপার আইন শৃঙ্খলা স্বাভাবিক ও সুন্দর থাক, পুলিশের পোষাকি চাঁদাবাজি ও হয়রানি বন্ধ হোক। নবাগত ওসি আলমগীর হোসেন এর আগে রাজশাহীর চারঘাট, মতিহার ও রাজবাড়ী জেলার পাংশা থানায় দায়িত্ব পালন করে এসেছেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।