ঝিনাইদহপ্রতিনিধি :
প্রতিবন্ধী ছেলের সামনে কুমার নদে ডুবে বাবার মৃত্যু ঘটল। তার বাবা কে চোখের সামনে ডুবে যেতে দেখলেও সে উদ্ধার করতে পারেনি। মানষিক প্রতিবন্ধী হওয়ায় সে বুঝে উঠতে পারেনি, কি করতে হবে। অতপর দৌড়ে বাড়িতে গিয়ে ইশারায় মাকে জানালেও ততক্ষনে সলিল সমাধি ঘটে গেছে প্রিয় বাবার ! শৈলকুপা উপজেলার কবিরপুরে শুক্রবার সকালে এ হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।
শৈলকুপার কবিরপুরে পবিত্র সাহা (৭০) নামের এক বৃদ্ধ প্রতিদিনের ন্যায় তিনি মানসিক প্রতিবন্ধি পুত্র বাপ্পীসাহাকে নিয়ে কুমার নদে স্নান করতে যান, এক পর্যায়ে পবিত্র সাহা জলে ডুবে গেলে ছেলে বাপ্পী সাহা বাড়িতে এসে আকার ইঙ্গিতে ঘটনাটি জানালে বাড়ির লোকজন জলে নেমে খোঁজাখুঁজি করে, না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আধাঘন্টা চেষ্টা চালিয়ে জল থেকে লাশ উদ্ধার করে।