মোয়াজ্জেম হোসেন-মজনু-বাগেরহাট প্রতিনিধি: আর মাত্র ৪দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। তাই শেষ মূহুর্তে সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা তৈরিসহ আনুষ্ঠানিকতা শুরু করতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সনাতন হিন্দু ধর্মাবলম্ব^ীদের মতে, এবছর দেবী দূর্গা মহালয়ে আসছেন ঘোড়ায় চড়ে, আর যাবেনও ঘোড়ায় চড়ে। এবার বাগেরহাট জেলায় ৬শ ৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গোৎসব। যার মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ১শ ৮টি, ফকিরহাট উপজেলায় ৬৪টি, কচুয়া উপজেলায় ৪৩টি, মোল্লাহাট উপজেলায় ৭২টি, মোড়েলগঞ্জ উপজেলায় ৭৭টি, রামপাল উপজেলায় ৪৩টি, শরণখোলা উপজেলায় ২৬টি, চিতলমারী উপজেলায় ১শ ৪১টি ও মংলা উপজেলায় ৩২টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গোৎসব।
এদিকে শারদীয় দূর্গোপূজাকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষে থেকে নেয়া হয়েছে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাট সদর উপজেলার মন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মন্ডপে মন্ডপে স্বেচ্ছাসেবী, পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে র্যাব ও ভ্রাম্যমান মোবাইল টিমের একাধিক ইউনিট।
বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, শারদীয় দূর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই জেলার সবকটি উপজেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিরা প্রতিটি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে র্সাবিক সহায়তা করছেন।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত রায় ও সাধারন সম্পাদক অবনীষ চক্রবর্তী সোনা বলেন, বাগেরহাটে জাকজমকপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে।এ বছর জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মন্ডপ তৈরী হয়েছে। শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গোৎসব উদযাপনের জন্য জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষে থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে।
শেষ মুহুর্তে ব্যাস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পিরা: বাগেরহাটে দূর্গোৎসবের জন্য প্রস্তুত ৬শ ৬টি পূজা মন্ডপ
