শেরপুরে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক: শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝগড়ারচর বাজারে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ট্রাকটিতে কারা আগুন দিয়েছে তা এখনাে চিহ্নিত করা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীবরদী থানার ওসি রেজাউল হক বলেন, আগুনে ট্রাকের আংশিক পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, খালেদা জিয়ার রায় ঘিরে চাপা আতঙ্কের মধ্যে এ ঘটনা ঘটল। রায়কে কেন্দ্র করে যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক রয়েছে।

ওই ট্রাকের চালক আবু তাহের (৩২) জানান, ২১ টন পাথর নিয়ে ট্রাকটি কুড়িগ্রামের রৌমারি থেকে টাঙ্গাইল নিয়ে যাওয়া হচ্ছিল।