আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যেগে বরিশালের আগৈলঝাড়ায় চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কচি-কাচা শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা শেষে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো.জহিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী তারিক সালমন। সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ইখতিয়ার হোসেন খান, মাওলানা মো.মুজিবুর রহমান, মো.বাবুল খান, মো.দেলোয়ার হোসেন ও ফকরুল আলম মানিক প্রমুখ। পরে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা গাজী তারিক সালমন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষেআগৈলঝাড়ায় চিত্রাংকন প্রতিযোগীতা
