শুভর বেয়াইন তানহা!

বিনোদন প্রতিবেদক : মডেল অভিনেতা আরেফিন শুভর বেয়াইন হতে যাচ্ছেন তানহা। কারণ শুভর বড় ভাই আজ বিয়ে করতে যাচ্ছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়ার বড় বোনকে।বিয়ের অানুষ্ঠানিকতা আজ শনিবার বিএফডিসিতে সম্পন্ন হবে। তবে বাস্তবে নয়, ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমার দৃশ্যে এমনটা দেখা যাবে।জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু নির্মাণ করছেন ‘ভালো থেকো’ শিরোনামের সিনেমাটি। এ সিনেমায় আরেফিন শুভর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। শুভর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন মাসুদ এবং তানহার বোনের চরিত্রে অভিনয় করছেন তানিন সুবহা। এছাড়াও এতে আরো অভিনয় করছেন, আসিফ ইমরোজ, কাজী হায়াৎ, রেবেকা, জ্যাকি আলমগীর, মঞ্জুর প্রমুখ।এ প্রসঙ্গে তানহা বলেন, ‘বিএফডিসির ২ নম্বর সেটে আমাদের বাড়ি নির্মাণ করা হয়েছে। এখানে আমার বড় বোনের বিয়ে হচ্ছে শুভর ভাইয়ের বড় বোনের সঙ্গে। সম্পর্কে আমি ও শুভ ভাই বেয়াই-বেয়াইন। আমাদের মধ্যে অনেক খুনসুটি হয়। বিয়ে বাড়িতে আমার একটি গানও রয়েছে।’তিনি আরো বলেন, ‘রাজু স্যারের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখছি। সিনেমার গল্প দারুণ। আশা করছি, দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন।’গত ২ অক্টোবর থেকে রাজধানীর উত্তরায় আপন ঘর শুটিং স্পটে এ সিনেমার দৃশ্যায়নের কাজ হয়। এ লটে একটানা ৩৫ দিনের শুটিং হয়। এরপর সম্প্রতি বিএফডিসিতে দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।গত ২০ সেপ্টেম্বর বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এ সিনেমার মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।