নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা এলাকায় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ৩টি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার সকালে ১২ নম্বর গোডাউনে আগুন লেগে দ্রুত তা ১৩ ও ১৫ নম্বর গোডাউনে ছড়িয়ে পড়ে। গোডাউনগুলো বিভিন্ন পাট ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৩টি পাটের গোডাউন ভাড়া নিয়েছিলো সাত্তার জুট মিল। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের ২টি ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টায় সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মো. মামুনর রশিদ অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি।