নারায়ণগঞ্জ প্রতিনিধি
কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে শীতলক্ষ্যা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে । শীতলক্ষ্যার নবীগঞ্জ গুদারাঘাট এলাকায় রাত পৌনে ১১টায় দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যাক্ষদর্শীরা। ট্রলারটিতে ৬০/৭০ জন যাত্রী ছিল বলে জানা যায়।
এ ঘটনায় নারায়ণগঞ্জ নৌ ফাড়ির উপ পরিদর্শক সেলিম জানান, তাৎক্ষণিকভাবে নৌ ফাঁড়ির দারোগা তোফায়েল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। অধিকাংশ যাত্রী নিজ উদ্যোগে তীরে উঠে কিন্তু এখনো পর্যন্ত ১০/১২ জন নিখোঁজ রয়েছে বলে জানা যায়। কোনো হতাহতের ঘটনা জানা যায় নি।