একাত্তরলাইভডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্য খুনের ঘটনায় গ্রেপ্তার শিহাব সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে। তার উদ্দশ্য কি ছিল, তাকে কেউ পাঠিয়েছে কিংবা সে মাদকাসক্ত কি না, তা জানা যাবে বলে পুলিশ আশা করছে।বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, বর্তমানে পুলিশি পাহারায় শিহাবের চিকিৎসা চলছে। সে এখন দ্রুত সুস্থ হয়ে উঠছে। সুস্থ হলেই থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। জিজ্ঞাসাবাদে সে কেন এসেছিল, তার উদ্দশ্য কি ছিল, এর পেছনে অন্য কারো ইন্ধন আছে কিনা- এসব প্রশ্নের উত্তর জানা যাবে।ঘটনাটির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তের জন্য পুলিশের সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে পুলিশ কর্মকর্তা জানান।হামলার সময় সে সুস্থ ছিল কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে সে সুস্থই। কিন্তু হামলার আগে মাদক সেবন করেছে কি না, সে ব্যাপারে এখন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষার জন্য প্রস্রাব ও রক্ত হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে শাহজালাল বিমানবন্দরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রয়েছে। সেই সঙ্গে সাদা পোশাকে এনএসআই, এসবি, ডিবির তৎপরতা আরো বাড়ানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে লোকজনের শরীরে তল্লাশি চালানো হচ্ছে বলে বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন।রোববার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে সোহাগ আলী নামে আনসার সদস্যকে নিহত হন।
শিহাবের সব তথ্য জানা সময়ের ব্যাপার মাত্র
November 10, 2016