শিশু সুমাইয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অপহরণের ২৪ দিন পর উদ্ধার হওয়া শিশু সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আদালতের নির্দেশে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে তাকে হাসপাতালে আনা হয়।
সুমাইয়ার বাবা জাকির হোসেন একাত্তরলাইভ ডটকমকে জানান, উদ্ধারের পর থেকেই অসুস্থতা বোধ করছিল সুমাইয়া। মাঝে মাঝে বমিও করেছে। সকালে শরীরটা বেশি ভালো ছিল না। অতিরিক্ত বমি করেছিল তাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুমাইয়ার সঙ্গে তার মা মুন্নি বেগমও রয়েছেন।
তিনি জানান, সুমাইয়াকে তার মা মুন্নিসহ কামরাঙ্গীচর থানার এসআই রফিকুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছেন।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির একাত্তরলাইভ ডটকমকে জানান, আদালতের নির্দেশে শিশু সুমাইয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কামরাঙ্গীরচরে বাসার সামনে থেকে ৩ এপ্রিল অপহরণ করা হয় সুমাইয়াকে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। এদিকে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে বৃষ্টিকে শনাক্ত করে পুলিশ। এরপর ২৬ এপ্রিল ভোরে কদমতলী থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। এ সময় সাবিনা আক্তার বৃষ্টি (২৮) ও তার বাবা সিরাজুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে বৃষ্টির তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।