‘শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়’

বিনোদন ডেস্ক : ভারত-পাকিস্তান দুই ‘চিরশত্রু’ দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। কাশ্মিরের উরিতে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের দেশ ছাড়ার দাবি জানায় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামের একটি সংগঠন।এদিকে ভারতে পাকিস্তানি শিল্পীদের অবস্থান এবং সিনেমায় অভিনয় নিয়ে বলিউডের পরিচালক এবং অভিনয়শিল্পীরা নিজ নিজ মতামত প্রকাশ করেছেন।বিষয়টি নিয়ে দিল্লিতে একটি অনুষ্ঠানে সালমান খান বলেন, ‘শিল্পী এবং সন্ত্রাসীর মধ্যে পার্থক্য রয়েছে। শিল্পীরা অনুমতি নিয়ে আসে, সন্ত্রাসীরা নয়।’ এর আগে পাকিস্তানি অভিনয় শিল্পী ফাওয়াদ খান এবং মাহিরা খান থাকায় করণ জোহর পরিচালিত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং শাহরুখ খানের ‘রইস’ সিনেমাটি নিষিদ্ধের দাবি তোলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। তারা জানায়, ভারতে সিনেমা মুক্তি দিতে হলে পাকিস্তানি শিল্পীদের দৃশ্য বাদ দিতে হবে। এমনকি পাকিস্তানি শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয় তারা। পরবর্তীতে চুপি চুপি ভারত ছেড়ে পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরির সেনাঘাঁটিতে হামলায় ভারতের ১৮ সেনাসদস্য নিহত হয়। এর পরেই পাক-ভারত সম্পর্কে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।