শিমুল বিশ্বাসসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একাত্তরলাইভডেস্ক: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।পরোয়ানা জারি হওয়া উল্লেখ্যযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মারুফ কামাল খান, সোহেল সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।