শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটে লঞ্চ-স্পীডবোট বন্ধ, ফেরি চলাচল ব্যহত

ফকির মোঃ মনিরুজ্জামান মনির,শিবচর:
নিম্ন চাপের প্রভাবে ২ নং সতর্কতা সংকেত জারি হওয়ায় দেশের ব্যস্ততম শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটে লঞ্চ-স্পীডবোট বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ো হাওয়ার কারনে ফেরি চলাচলও ব্যাহত হচ্ছে। এতে যাত্রী দূর্ভোগ চরম আকার ধারন করেছে।
জানা যায়, নিম্নচাপের প্রভাবে রবিবার রাত থেকেই পদ্মা নদী উত্তাল হয়ে উঠে। এরফলে সোমবার সকাল থেকেই শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ রুটে সকল নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল। বেলা বাড়ার সাথে সাথে পদ্মা আরো উত্তাল হয়ে উঠলে বেলা সাড়ে বার টার দিক এরুটের লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে ঝূকি নিয়ে শিমুলিয়া পার থেকে কিছু লঞ্চ ছেড়ে আসতে দেখা গেছে। নদী উত্তাল থাকায় ফেরি পারাপারেও বিলম্ব হচ্ছে।
কাঠালবাড়ি ঘাট বিআইডব্লিটিএ টার্মিনাল ইন্সপেক্টর এবিএস মাহমুদ বলেন, নিম্ন চাপের প্রভাবে এরুটে ২ নং সতর্কতা সংকেত জারি রয়েছে। তাই লঞ্চ ও স্পীডবোট বন্ধ কওে দেয়া হয়েছে। আবহাওয়া ভাল না হওয়া পর্যন্ত এ নৌযানগুলো বন্ধ থাকবে।