ফকির মোঃ মনিরুজ্জামান মনির , মাদারীপুর : ২ মাসেরও বেশি সময় ধরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে চলা তীব্র নাব্যতা সংকট ও ডুবোচরের অচলাবস্থার শিকার হলেন এবার দেশের একাধিক মন্ত্রী, আওয়ামীলীগের বেশিরভাগ প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টামন্ডলীসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। ফেরিটিতে নৌ মন্ত্রী ছাড়াও বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারাও ছিলেন। এরফলে টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচীতে নির্ধারিত সময় পৌছাতে পারেননি নেতৃবৃন্দ। ১ টার দিক বিকল্প নৌ যানে কাওড়াকান্দি ঘাটে পৌছে স্থানীয় নেতৃবৃন্দদের সহায়তায় টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওনা দেন মন্ত্রীরা ও নেতৃবৃন্দ। এদিকে মঙ্গলবারের এই ঘটনাই প্রমান করছে নাব্যতা সংকটের কারনে দক্ষিনা লবাসি কতটা দূর্ভোগ পোহাচ্ছেন মাসের পর মাস।সরেজমিনে বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায় , গত প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে নাব্যতা সংকট প্রকট আকার ধারন করায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেসিহ নৌযান চলাচল মারাতœক ভাবে ব্যাহত হচ্ছে । পরিস্থিতি সামাল দিতে ২ মাসেরও বেশি সময় ধরে ড্রেজিং চালালেও পরিস্থিতি উন্নতি ঘটানো যায়নি। এরইমাঝে টুঙ্গীপাড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচীতে অংশ নিতে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চড়ে মঙ্গলবার সকাল সোয়া ৯ টার দিক শিমুলিয়া থেকে রো রো ফেরি ভাষা সৈনিক ডাঃ গোলাম মাওলায় রওনা দেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, নৌ মন্ত্রী শাজাহান খান , মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী,সাহারা খাতুনসহ অধিকাংশ প্রেসিডিয়াম ও উপদেষ্টামন্ডলীর সদস্যসহ কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়ায় দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নব-নির্বাচিত আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত সে লক্ষ্যে আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ও মন্ত্রীরা ফেরিযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
ফেরিটি সাড়ে ১০ টার দিক নৌপথের চায়না ড্রেজিং এলাকার ডুবোচরে আটকা পড়ে। এসময় এরুটের সকল ফেরি মাঝ নদী ও ঘাটে আটকা পড়ে। দীর্ঘ সময় চেষ্টার পর ফেরিটি উদ্ধার না হওয়ায় সাড়ে ১২ টা টার দিক স্পীডবোট, টাগ বোট নেতৃবৃন্দদের কাওড়াকান্দি ঘাটে পৌছে দিলে মন্ত্রী ও নেতৃবৃন্দরা স্থানীয় নেতৃবৃন্দদের সহায়তায় বিভিন্ন যানবাহনে টুঙ্গীপাড়ার উদ্দ্যেশে রওনা দেন। কাওড়াকান্দি ঘাটে পৌছালে নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচরে পৌর মেয়র আওলাদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান বিএম দেলোয়ার হোসেন , সাবেক মেয়র আঃ লতিফ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ। ৩ ঘন্টা চেষ্টা করে বেলা ২ টার দিক আটকে পড়া ফেরিটি উদ্ধার হয়। ৩ ঘন্টা চেষ্টা করে বেলা ২ টার দিক আটকে পড়া ফেরিটি উদ্ধার হয়।
ফেরিতে থাকা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকসানা ইয়াসমিন ছুটি বলেন, মন্ত্রী পরিষদের একাধিক সদস্য, প্রেসিডিয়াম ও উপদেষ্টা মন্ডলীসহ কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য এই ফেরিতে চরে আটকা পড়েন। পরে প্রায় ২ ঘন্টা পর বিকল্প নৌ যানে নেতৃবৃন্দ কাওড়াকান্দি পৌছান।
ফেরিতে আটকে পড়া বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর মোজাম্মেল হক বলেন, মূলত ভাটির সময় হওয়ায় ফেরিটি আটকে পড়েছে। উজানে আবার ছুটে যাবে। নাব্যতার জন্য ড্রেজিং চলছে।
ওই ফেরিতে অবস্থান করা নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ফেরিটি এ রুটে নতুন করে আনা হয়েছে। এ ফেরি চলাচলের জন্য নদীতে পানির গভীরতার প্রয়োজন বেশি কিন্তু এই চ্যানেলের এই মুখে সেই পরিমান পানি নেই তাই ফেরিটি আটকে গেছে। তিনটি উদ্ধারকারী জাহাজ ফেরিটিকে ডুবোচর থেকে টেনে নামানোর কাজ করছে। নেতৃবৃন্দকে বিকল্পভাবে স্পিডবোটযোগে কাওড়াকান্দি ঘাটে পৌছে দেওয়া হয়েছে। সেখান থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।