শিবপুর উপজেলা উসাপের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এম.এম. আলম
উন্মোচন সাহিত্য পরিষদ উসাপ এর শিবপুর উপজেলা শাখার পূনাঙ্গ কমিটি (২০১৬-২০১৮) ঘোষিত হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে মো. শাহাদাত হোসেন কে, সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সাইফুল ইসলাম কে। ২৭ইং ডিস্মেবর এ কমিটির পূনাঙ্গ স্বাক্ষরিত কপি শিবপুর উপলেজা কার্য্যালয়ে নবনির্বাাচিত সভাপতি শাহাদাত হোসেন ও সম্পাদক সাইফুল ইসলাম এর হাতে তুলে দেন উসাপের  প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সভাপতি মো. মাহবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা উসাপের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম আশিক। সভায় সভাপতিত্ব করেন উসাপের স্থায়ী কমিটির সদস্য এম. আতিকুর রহমান। সবগঠিত কমিটির অন্যরা হলেন, সমন্বয়ক কেম্ব্রিজ মডেল স্কুলের অধ্যক্ষ রাজিব হাসান রাতুল, সিনিয়র সহ-সভাপতি মাজ হারুল হক ভূইয়া, সহ-সভাপতি আবুল কাশেম ভূইয়া, যুগ্ম-সম্পাদক আল-আমিন,  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সেলিম, সহ-সাংঘঠনিক সম্পাদক সেলিম সরকার, প্রচার ও প্রকাশনা বি. সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, সেবা ও গবেষণা বি. সম্পাদক মহসিনুল ইসলাম সাগর, শিক্ষা ও ছাত্র বি. সম্পাদক মো. রাসেল ভূইয়া, প্রকৃতি ও ধর্ম বি. সম্পাদক মো. জসিম উদ্দিন, মহিলা ও শিশু বি. সম্পাদক সীমা চক্রবত্রী, মানবাধিকার ও ক্রীড়া বি. সম্পাদক জুলকার আহমেদ শান্ত নবগঠিত কমিটির এ  তালিকা প্রকাশ করেছে উসাপের স্থায়ী কমিটির সদস্য মো. ফয়সাল মিয়া।