শিবপুরে কৃষক খুন

আসাদুল হক পলাশ, নরসিংদী: বজলু মিয়া (৫২) নামে এক কৃষককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী শরিফ ভূইয়া নামে এক সন্ত্রাসী। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় নরসিংদী জেলার শিবপুর উপজেলার উত্তর সাধারচর গ্রামের ঈদগাহ’র পাশে এই নৃশংস ঘটনাটি ঘটে।
শিবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোল্লা আজিজুর রহমান জানান, পূর্ব শত্র“তার জের ধরে ঘটনার সময়ে বজলু মিয়া নিজ বাগান থেকে কলার ছড়া কেটে ঈদগাহ পার্শ্বের একটি গর্তের পানিতে ধুইতে ছিল। এসময় পূর্ব শত্র“তার জের ধরে উত্তর সাধারচর গ্রামের মৃত গিয়াস উদ্দিন ভূইয়ার পুত্র শরিফ

ভূইয়া (৪৫) দা দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে একই গ্রামের মৃত রুপচান মিয়ার পুত্র বজলু মিয়াকে। পরে স্থানীয় লোকজন শিবপুর থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এব্যাপারে নিহতের পুত্র মহসিন মিয়া বাদী হয়ে শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।